Thursday, December 12, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলার ঘটনা ঘটে।

রোববার রাত ২টার দিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহনাফ সাঈদ। এই ছাড়াও একই বিষয়ে ফেসবুক পোস্টে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বান্দরবানের লামার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে ঢাকা থেকে রওনা হয়৷ নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের ঢালে প্রতিনিধিদের গাড়িতে নৃশংসভাবে হামলা চালানো হয় এবং প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উপর বারবার হত্যার উদ্দেশ্যে হামলা প্রমাণ করে দেশ এখনো ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয় নি,

আরও পড়ুনঃ  নগ্ন ছবি তুলে এমপি আনারকে কি করতে চেয়েছিল?

সেই সাথে ফ্যাসিবাদীদের বাইরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারলে কারা ফায়দা তুলতে পারবে তাদেরকেও সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত৷ আমরা সকল সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে করুণ পরিণতি বরণ করতে হবে আপনাদেরও৷ ইতোমধ্যে আক্রান্ত নেতৃবৃন্দের কাছে পুলিশ পৌঁছালেও, এখনো সন্ত্রাসীদেরকে ট্রেস করা যায় নি৷ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে, ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে৷

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ