Thursday, December 12, 2024

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে মেয়ে-মা-খালার অনশন

আরও পড়ুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাড়িতে অনশনে বসেছেন একই গ্রামের বাসিন্দা রুপালি আক্তার। তার সঙ্গে মা এবং খালাও অনশনে বসেছেন।

তারা গত ৫ দিন যাবত প্রেমিক সাগরের বাড়িতে অবস্থান করছেন। প্রেমিক সাগর রুপালিকে বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান প্রেমিকা রুপালি।

জানা যায়, রুপালি ও সাগর দুজনে ফুফাতো মামাতো ভাইবোন। সাগর সৌদি আরব প্রবাসী। মোবাইল ফোনে গত দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একটা সময় সাগর তার ফুফাতো বোন রুপালি আক্তারকে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। তখন রুপালির মা বিয়েতে রাজি হননি। রুপালিকে অন্যত্র বিয়ে ঠিক করেছিলেন। পরবর্তীতে সাগর রুপালিকে বিয়ে করতে চাইলে তার মা না করে দেন। পরে যেকোনো কারণে রুপালির বিয়ে ভেঙে যায়।

আরও পড়ুনঃ  চাকরি ফিরে পেলেন সেই ইমাম, বাড়ছে বেতনও

গত শুক্রবার নাগেরপাড়া গ্রামে প্রেমিক সাগরের বাবা-মা রুপালিকে রেখে অন্য মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করবে- তাই সাগর রুপালিকে তার বাড়িতে আসতে বলেন। সাগরের মায়ের পা ধরে মাফ চাইতে বলেন। তখন সাগরের মা ওই মেয়েকে মেনে নিতে রাজি হননি; তাকে ঘর থেকে বের হতে বলেছেন। পরে রুপালি বাড়ি থেকে বের না হওয়ায় সাগরের মা ও তার ভাইবোন সবাই বাড়ি থেকে চলে যায়।

এখন পর্যন্ত সাগরের মা-বাবা সবাই নির্বাসিত হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে আসতে পারছেন না; কারণ রুপালি ও তার মা খালা সবাই বাড়ি দখল করে রেখেছেন।

আরও পড়ুনঃ  ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: সাইয়্যেদ আরশাদ মাদানি

গত পরশু এ বিষয়ে স্থানীয় মুরুব্বিরা ঘটনাটির বিবেচনা করে মেয়ের মায়ের দাবি অনুযায়ী প্রেমিক সাগরের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছিলেন। তখন মেয়ের মা তিন লাখ টাকায় দরবার মেনে নিয়েছিলেন ও ৫০ হাজার টাকা এডভান্স দিয়েছিল ছেলেপক্ষ। এখন দুদিন পর মেয়ের মা পাঁচ লাখ টাকা দাবি করছেন, তা নাহলে ছেলের বাড়ি তারা ছাড়বেন না- এমনটাই জানিয়েছেন প্রেমিকের ভাই।

এদিকে প্রেমিকের মা-মামিসহ আত্মীয়স্বজন ঘরে প্রবেশ করতে চাইলে মেয়ের মা বাধা দিচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। ওই ঘরে গত পাঁচ দিনে প্রেমিকার পরিবার টাকাপয়সা স্বর্ণালংকার লুট করেছে- এমনটা অভিযোগ করছেন প্রেমিক সাগরের মা।

আরও পড়ুনঃ  এইচএসসির স্থগিত পরীক্ষা পূর্ণ নম্বরেই, সূচি প্রকাশ শিগগিরই

প্রেমিক সাগরের মা রেহেনা বেগম ও ছোট ভাই আসিফ বলেন, আমরা পাঁচ দিন যাবত সবাই বাড়ির বাইরে, বাড়িতে উঠতে পারছি না। ওই মেয়ে এবং তার মা-খালা-নানি ঘর দখল করে রেখেছেন। আমরা একটি সুষ্ঠু সমাধান চাই।

অন্যদিকে সাগরকে বিয়ে করতে না পারলে আত্মহত্যা করবেন বলে রুপালি জানিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ