Wednesday, December 11, 2024

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরও পড়ুন

লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মাস্টার পাড়া সীমান্ত থেকে খায়রুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।

খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম অহির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারির দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকেন। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা। পরে বিকেলে সীমান্ত আইন-সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে খায়রুলকে হস্তান্তর করে বিএসএফ।

আরও পড়ুনঃ  মেট্রোরেলে সিট না পেয়ে পুরুষের কোলে বসে পড়লেন নারী, অতঃপর যা ঘটলো

এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ