Wednesday, December 11, 2024

আগামী নির্বাচন অবশ্যই অন্য ধরনের হবে: সাখাওয়াত হোসেন

আরও পড়ুন

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই অন্য ধরনের হবে বলে মনে করি।

আজ ১১ ডিসেম্বর বুধবার নির্বাচন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন তখনই গ্রহনযোগ্য হয় যখন নির্বাচন অংশগ্রহনমূলক হয়। ভোটাররা ভোট দিতে পারেন।

তিনি বলেন, শেষ তিনটি নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ ছিলো। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। অতীতের এসব নির্বাচন থেকে আগামীতে শিক্ষা নিতে হবে, না হলে সেটি ক্ষতির কারণ হবে।

আরও পড়ুনঃ  বিশেষ অঙ্গে সাবেক স্ত্রীর ব্লেডের আঘাত, হাসপাতালে পুলিশ সদস্য

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। ভোটের অধিকার নিয়ে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, শ্রম খাতে এক ধরনের অস্থিরতা চলছে। পতিত সরকারের দোসররা এর সাথে জড়িত। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সচেতন হতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ