Friday, November 22, 2024

ঢাকার বাসগুলোর দিকে লজ্জায় তাকানো যায় না : কাদের

আরও পড়ুন

ঢাকার বাসগুলোর দিকে তাকানো যায় না, এটা লজ্জার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা এই লজ্জাটা থেকে একটু বাঁচাবেন। এসব বাস চোখের সামনে চলে আপনাদের কি লজ্জা লাগে না। ঈদ উপলক্ষে লোক দেখানোর জন্য নয়, সত্যি সত্যি গাড়িগুলো ঠিক করুন।

গাড়িতে রং দিয়ে লাভ নেই ফিটনেস লাগবে।
আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বাস মালিক ভাইদের বলবো, ফিটনেস নিয়ে বাসগুলো রাস্তায় বের করবেন।

ঈদ আসলে সব আনফিট গাড়ি রাস্তায় নেমে পড়ে। এসবের কারণে দুর্ঘটনা ও যানজট পরিস্থিতি সৃষ্টি হয়।
তিনি বলেন, ঈদের সময় ফেনী থেকে হানিফ ফ্লাইওভার আসতে যে সময় লাগে তারচেয়ে বেশি সময় লাগে হানিফ ফ্লাওয়ার থেকে সিটিতে বাস আসতে। এখানে একটা সমস্যা আছে ভিতরে।

এখানে মাঝে মধ্যে আড়াই ঘণ্টা পর্যন্ত যানজট থাকে।
ওবায়দুল কাদের বলেন, আরেকটা বিষয় বলতে চাই, ঈদের আগে দেখি সড়কে মৃত্যু কম থাকে। ঈদের পর সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার বেড়ে যায়। তাই ঈদের পর সড়কে নজরদারি বাড়াতে হবে। দুর্ঘটনার জন্য কারো উপর দোষ না চাপিয়ে আপনাদের যার যার দায়িত্ব পালন করা উচিত।

আরও পড়ুনঃ  সব প্রস্তুতি সেরেও বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া

চাঁদাবাজি আপনার বন্ধ করতে পারবেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা হচ্ছে অনেকটা দুর্নীতির মত। তাই আমি বলব নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ চাদাবাজির প্রভাব দ্রব্য মূল্যের উপরে পড়ে। আর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।

সভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, প্রতি বছরই প্রস্তুতিমূলক সভা হচ্ছে। প্রস্তুতিমূলক সভায় যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে। এটা মূল্যায়ন করা হচ্ছে না। দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছে। আমি সচিব সাহেবকে বারবার বলেছি মূল বিষয়গুলোতে হাত দেওয়া দরকার।

সড়ক দুর্ঘটনা ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর বিশ্ব ব্যাংকের অর্থায়ন কোন প্রকল্প গ্রহণ করিনি। কিন্তু ইদানিং একটা প্রকল্পে গ্রহণ করেছি। এ প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করতে হবে। এ ব্যাপারে মনযোগী হতে সচিব সাহেবকে আমি বারবার বলেছি।

আরও পড়ুনঃ  তৃতীয় ধাপের উপজেলা ভোটের তপশিল ঘোষণা

সড়কের সবচেয়ে বড় উৎপাত তিন চাকার গাড়ি উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে একটা নীতিমালা করা দরকার। আই এম সরি টু সে, আমার মনে হয় আমাদের সীমাবদ্ধতার কারণে যে কোন সিদ্ধান্তের বাস্তবায়ন হয় না। হাইওয়ে পুলিশের ক্ষমতা আরো বাড়াতে হবে। ২২টি সড়কে তিন চাকার যান নিষিদ্ধ। কিন্তু এসব সড়কে তিন চাকার যান চলছে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে আমরা যত সিদ্ধান্তই নিয়ে তা কার্যকর করা কঠিন।

হানিফ ফ্লাইওভারে টোল বন্ধের প্রস্তাব

সভায় কিছু দিনের জন্য হানিফ ফ্লাইওভারে টোল বন্ধের প্রস্তাব করেছেন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাহজাহান খান। তিনি বলেন, ঈদের সময় এই ফ্লাইওভারে অনেক যানজট তৈরি হয়। বিশেষ করে টোল প্লাজায় যানজটের সূচনা হয়। তাই ঈদের সময় তিন থেকে সাত দিন টোল নেওয়া বন্ধ রাখা যেতে পারে। এটা আমার প্রস্তাব।

পরিবহনের চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদা আর চাদাবাজি এক না। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে টাকা নেওয়া হয় সেটা চাঁদা। এটা খুবই অল্প পরিমাণ। আর যেটা জোর করে আদায় করা হয় সেটাকে চাদাবাজি বলা হয়। আমরা চাঁদার পক্ষে কিন্তু চাদাবাজির পক্ষে নই।

আরও পড়ুনঃ  কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

শাহজাহান খান বলেন, লক্ষ লক্ষ মোটরসাইকেল ঈদের সময় ঢাকা ছাড়ে। মোটরসাইকেলগুলো প্রায় ৪০ শতাংশ দুর্ঘটনা ঘটায়। কোন গবেষণা ছাড়াই সবাই বলে দেয় বেপরোয়া গাড়ি চালানোর কারণে ট্রাক বাস দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু এটা গবেষণা করে দেখা দরকার। মোটরসাইকেল চালকদের লাইসেন্স থাকে না। একটি মোটরসাইকেলের তিনজন করে ওঠেন। এমনকি তাদের হেলমেটও থাকে না।

যেসব সিদ্ধান্ত গ্রহণ

ঈদ যাত্রায় সড়কপথে ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে তীব্র যানজট। এরই মধ্যে সারা দেশে ১৫৫টি তীব্র যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে সভায় এই সংখ্যা কমিয়ে আনতে বলেছে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কগুলোতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে অতি জরুরি পণ্যবাহী যান চলতে পারবে। সব ফিলিং স্টেশন ঈদের আগে সাত দিন ও পরের পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের এই সময়ে পণ্যবাহী যানে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ