আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে তিনি এ পোস্ট করেন।
ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা।’
এর আগে অনেকেই বলছেন, আওয়ামী লীগের বিচার করে তাদের নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে। এছাড়া কেউ বলছেন, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। তবে এখনই তাদের নিষিদ্ধ নয়। জনগণ যদি চাই তাহলে তাদের নিষিদ্ধ করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় তার এই স্ট্যাটাসটি ভাইরাল হয়। এতে বেশিরভাগ লোকই সহমত পোষণ করে বলেন, দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। নয়তো ২৪’র শহীদদের সঙ্গে প্রতারণা ও বেঈমানী করা হবে।
ইমতিয়াজ মির্জা নামে একজন ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। শুধু জুলাইয়ের ম্যাসাকার না, ১৫ বছরে সব রাজনৈতিক হত্যা, ব্যাংক লুট, মিথ্যা ও প্রতিষ্ঠান ধ্বংস সব কিছুর জন্য বিচার করতে হবে। এছাড়া এই দলটাকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।
জয়নুল আবদীন রিয়াজ নামে একজন ফেসবুকে লিখেছেন, বিএনপি চাইলেও আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। কাজেই তাদের রাজনীতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। নয়তো লাখ লাখ মানুষের সঙ্গে প্রতারণা করা হবে।
আহমান হাবীব নামে একজন ফেসবুকে লিখেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপযুক্ত বিচার চাই। ২৪’র শহীদদের রক্ত যেন বৃথা না যায়। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।