জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘জাকের পার্টি দেশের নৈরাজ্য প্রতিরোধ করতে বদ্ধপরিকর। দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই। যেন ভোটাররা নিজের আগ্রহে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ রাষ্ট্রের শতভাগ সংস্কার শেষে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।’
বুধবার (৩০ অক্টোবর) ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আয়োজিত দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচির অধীনে ফরিদপুর জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর, থানা ও উপজেলা নেতারা ছিলেন।
জাকের পার্টির মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকে গত ৫৩ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র সংস্কারে সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর থেকে জাকের পার্টি নিজের লক্ষ্য ঠিক রেখে স্বতন্ত্র অবস্থানে থেকে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে জনগনের স্বার্থে কাজ করেছে। বিগত সরকারের আমলে দেশের রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবেও পরিণত হয়েছিল রাজনীতি।
এ সময় ফরিদপুর জেলা জাকের পার্টি আয়োজিত এ সভায় জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক বেপারীর সভাপতিত্বে অংশ নেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আ: রশিদ, তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।