আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্তি যাত্রী বহন করা এই নৌকাটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। তাদের প্রায় সবাই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে। শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস ডিজিমাসে রয়টার্সকে বলেছেন, “উদ্ধারকারীরা পানি থেকে ৫৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না”
আরও পড়ুনঃ
বুয়েটের চলমান পরীক্ষা স্থগিত
রাজনীতি মুক্ত ক্যাম্পাস দাবিসহ কয়েক দফা দাবিতে গত ২৮ মার্চ থেকে আন্দোলন করে আসছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীরা। নিয়মিত পরীক্ষাও বর্জন করে আসছেন তারা, এবার শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে টানা পরীক্ষা বর্জনের মাঝে এবার পরীক্ষা স্থগিত করেছে বুয়েট কর্তৃপক্ষ। তবে কবে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
শনিবার (২০ এপ্রিল) বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. আল আমিন সিদ্দিক বলেছেন, সভায় টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। এটি রেজিস্টার কর্তৃক রেজ্যুলুশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে স্থগিতকৃত পরীক্ষার তারিখগুলো রিশিডিউল করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। সেই থেকে দাবিতে অনড় থেকে নিয়মিত পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস নিশ্চিতের আশ্বাস পেলে তবেও তারা ক্লাসে ফিরবেন।