Thursday, December 12, 2024

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া

আরও পড়ুন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি প্রদান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে ধূমপানে বাধা দেয়ায় কলেজ শিক্ষকের বাড়িতে হামলা

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ; একই সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক যে, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ঘুরে বেড়াচ্ছেন। একজন ধর্মীয় নেতা, যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

বিবৃতিতে বলা হয়, এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যেসব সংখ্যালঘু প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  হাসনাত-সারজিসের গাড়িবহরে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর, বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় একটি হিন্দু সমাবেশ চলাকালীন জাফরান রঙের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে স্থাপন করার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাকে আটক করে।

পরে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস)।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ