Tuesday, December 3, 2024

কাকরাইল মসজিদে জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন সাদপন্থীরা

আরও পড়ুন

কাকরাইল মসজিদসহ আশে পাশের সড়কে পবিত্র জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন আগে থেকে অবস্থান নেওয়া তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভিপন্থীরা।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিটে নামাজের প্রস্তুতি নিতে শুরু করেন তারা।

জানা গেছে, ১২টা ৫ মিনিটে খুদবা প্রদান শেষে ১২টা ১৫ মিনিটে জুমার নামাজ আদায় করবেন সাদ অনুসারীরা।

কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা
খুদবার বক্ত্যবে নামাজের ইমামর জানান, সাদ অনুসারীদের এটিই হবে সব থেকে বড় জামায়েত।

আরও পড়ুনঃ  জিম্মি নাবিকদের খাবারের অভাব হবে না, জলদস্যুদের আশ্বাস

এর আগে এদিন সকালে কাকরাইলের মারকাজ মসজিদের সামনে অবস্থান নেন সাদপন্থীরা। এদিন সকাল ৮টার পরে মসজিদে প্রবেশ করেন সাদপন্থীরা। লাখ লাখ লোকের জমায়েত হয়

এ সময় কাকরাইল মসজিদে সামনে থেকে বিচারপতির বাস ভবন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভি আই পি সড়কসহ আশে পাশের বেশ কিছু এলাকায় রাস্তায় বসে পড়েছে সাদ অনুসারীরা।

জানা যায়, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আরও পড়ুনঃ  পুলিশ কনস্টেবলকে বেধড়ক পেটালেন এএসপি

তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থিদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ