Wednesday, December 4, 2024

‘বাংলাদেশ নিয়ে খেললে সেভেন সিস্টার্স ছিন্ন ভিন্ন হয়ে যাবে’

আরও পড়ুন

ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে জ‌ড়ো হ‌য়ে বি‌ক্ষোভ দেখাচ্ছে ছাত্রদের বিভিন্ন সংগঠন।

এসময় ছাত্ররা ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান। তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের গণঅভ্যুত্থানে পালিয়েছে। তাদের সহযোগী হয়ে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তা নস্যাৎ করে দেবে ছাত্র জনতা।

এছাড়া, ভারত নিজেও সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে মন্তব্য করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে খেলে তবে বাংলাদেশ সেভেন সিস্টারস নিয়ে খেলবে।

আরও পড়ুনঃ  গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে চান আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আপনারা একটা ট্যাংক নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকবেন, সেভেন সিস্টার্স ছিন্ন ভিন্ন হয়ে যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ