Friday, November 22, 2024

যাকে সঙ্গে নিয়ে নির্বাচনের ফলাফল দেখছেন ট্রাম্প

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন বিভিন্ন রাজ্য থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এবারের নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরেক প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে সঙ্গে নিয়ে নির্বাচনী ফলাফল দেখছেন। খবর সিএনএনের।

এবারের নির্বাচনে অন্যতম আলোচিত ব্যক্তি রবার্ট কেনেডি জুনিয়র। তার পক্ষে ৫–৭ শতাংশ সমর্থন ছিল। কিন্তু গত আগস্ট মাসে তিনি ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে কয়েকটি অঙ্গরাজ্য তার নাম ব্যালট থেকে সরাতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যও রয়েছে। এই রাজ্য থেকেও এখন ভোটের খবর আসছে।

আরও পড়ুনঃ  লাগেজে লাশ, চাচাতো বোনকে বিয়ে করাই কাল হলো সৌরভের!

দোদুল্যমান রাজ্য হওয়ায় এই রাজ্যের নির্বাচনী ফলাফলের দিকে বিশেষ নজর রাখছে ট্রাম্প শিবির। তবে সেখান থেকে দ্রুত কোনো ইঙ্গিত পাওয়ার আশা নেই। কারণ ভোট গণনায় দীর্ঘ সময় লাগতে পারে এবং ফলাফল অত্যন্ত কাছাকাছি হতে পারে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কেনেডিকে উইসকনসিন ও মিশিগানের ব্যালট থেকে তার নাম সরিয়ে নেয়ার অনুমতি দেয়নি। এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে তার নাম থাকার ফলে ট্রাম্পের ভোট কমতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ