কুড়িগ্রামে ধরলা নদী থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে নিহত ওই কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানায়, ধরলা নদীতে একটি পলিথিনে মোড়ানো বস্তা সদৃশ বস্তু ভেসে যেতে দেখে স্থানীয়রা সেটি ধরলা সেতুর পশ্চিম প্রান্তে বাধের ওপর তুলে। পরে বাঁধন খুললে ভেতরে আনুমানিক ১৪ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা। তবে কেউ ওই কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী একরামুল হক ও নুরনবী মিয়া জানান, মরদেহটি উদ্ধারের দীর্ঘসময় পার হলেও লাশ নিতে পুলিশ প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মরদেহটি সেতুর প্রতিরক্ষা বাঁধের ওপর পড়ে ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের খবর শুনেছি। কিন্তু কীভাবে লোক পাঠাবো, আমরাই তো নিরাপদ না। এ সময় বিষয়টিতে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
শুক্রবার রাত পর্যন্ত অজ্ঞাত ওই কিশোরের মরদেহটি বাঁধের ওপরেই পড়ে ছিল। তবে স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করবেন।