Friday, November 22, 2024

আওয়ামী লীগের অফিসে ভুয়া ভুয়া স্লোগান, সভা পণ্ড!

আরও পড়ুন

হট্টগোল ও বাকবিতণ্ডার মধ্য দিয়ে পণ্ড হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা।

বুধবার (৩১ জুলাই) সকালে বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ওবায়দুল কাদের ব্রিফিং শুরু করেন। আর তাতেই বাধে হট্টগোল।

ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রনেতারা। এ সময় তারা সাংবাদিকদের সরে যেতে বলেন। সাংবাদিকরা সরতে না চাইলে, কেন্দ্রীয় নেতাদের সামনেই গণমাধ্যমকর্মীদের গালাগাল করেন ছাত্রলীগের সাবেক নেতারা। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালাগাল করেন তারা। যা দেখে তাৎক্ষণিক ব্রিফিংস্থল ত্যাগ করেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  সমন্বয়ক দাবি করা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় ‘হাতাহাতি’

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখেও কথা বলতে থাকেন ওবায়দুল কাদের। এ সময় দলের সাধারণ সম্পাদকের কথা পাত্তা না দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানাতে থাকেন ছাত্রনেতারা, সেই সঙ্গে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিতে দেখা যায় তাদের। এমতাবস্থায় সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের।

এর আগে সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে কাদের বলেন, অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকেন। পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হয়েছিলেন বলিউড নির্মাতা

দলের সাধারণ সম্পাদক আরও বলেন, কাউকে বসিয়ে রাখব না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সাবেক ছাত্রনেতাসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয়ে কাজ করব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ