একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করে আপত্তিকর মন্তব্যের জেরে সমন্বয়ক হাসিব আল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে জবাবদিহিতা নিশ্চিতে শোকজকে স্বাগত জানিয়েছেন ওই সমন্বয়ক।
রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয় হাসিব আল ইসলামের কাছে। একই শোকজ নোটিশ সংগঠনের ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।
শোকজ নোটিশে বলা হয়, জনাব হাসিব আল ইসলাম, (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ‘প্রযত্নে বাংলাদেশ’ নামক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, শোকজ নোটিশকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রতিটি স্তরে এভাবেই জবাবদিহিতা নিশ্চিত হোক এটাই প্রত্যাশা। ভুল থেকে শিক্ষা গ্রহন করে এগিয়ে যেতে চাই। অতিদ্রুতই আমার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা অফিসিয়ালি ছাত্র-জনতার সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়াপ্রার্থী।
প্রসঙ্গত, ওই টকশোতে হাসিব বলেন, আমরা এটাকে বিপ্লব বলছি বা গণঅভ্যুত্থান, যাই বলি না কেন, এটা কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম, তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রোরেলে আগুন না দেয়া হতো, যদি পুলিশদের না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে, পৃথিবীর সকল বিপ্লবই সংবিধান বা নিয়মের বাইরে যেয়ে হয়েছে। এ কারণে আইনের বাইরে যেয়ে বা সাংবিধানিক পদ শূন্য হবে এরকম কথা বিপ্লব বা অভ্যুত্থানের ক্ষেত্রে কতটা যৌক্তিক সেটা আমার কাছে মনে হচ্ছে না।