Thursday, November 21, 2024

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের না যেতে হলে হলে পাহারায় ছাত্রলীগ

আরও পড়ুন

কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। শিক্ষার্থীরা যেন আন্দোলনে না যেতে পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪) ঢাবির মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসীম উদ্‌দীন হল গেটে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের শুনানি না হওয়ায় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

আরও পড়ুনঃ  মামলা কেন হয়েছে, জানেন না অপু বিশ্বাস

তবে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হতে গিয়ে দেখেন, হলের গেটে তালা দেওয়া। গেটের সামনে একাধিক মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন।

রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, কোটা বিরোধী আন্দোলনে যেন শিক্ষার্থীরা না যেতে পারেন, সেজন্য হল গেটে তালা মারা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ