Friday, November 22, 2024

রাতে দেশের ১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

আরও পড়ুনঃ  ১২০ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

অপরদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন। কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না বলেও জানান এই আবহাওয়াবিদ।

আরও পড়ুনঃ কালীগঞ্জে কৃষি জমি ভরাটের অভিযোগে ৫ জনকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি ভরাটের অভিযোগে ৫ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ সোম এলাকার মোঃ সাইফুল ইসলাম ও চন্দন এবং উপজেলার পিপুলিয়া এলাকার বাদশা, নিবু ও রুহুল।

আরও পড়ুনঃ  এক টাকাও বেতন নেন না হিট অফিসার, তার পরামর্শেই কৃত্রিম বৃষ্টি: মেয়র আতিক

শনিবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

এর আগে শুক্রবার (৩১ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু। এসময় বেঞ্চ সহকারী মো. হুমায়ন শিকদার, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম ইমাম গাজী টুলু বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষি জমি ভরাটের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। বেশ কয়েকটি স্থানে জেল জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিকুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দোষীদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ