Thursday, November 21, 2024

দেশের ১১ জেলায় ঝড়ের সম্ভাবনা, সতর্ক সংকেত

আরও পড়ুন

দুদিন টানা বৃষ্টি শেষে কিছুটা স্বাভাবিক হয়েছে রাজধানীসহ আশপাশের এলাকা। তবে বর্ষা মৌসুম হওয়াতে সারাদেশেই নিয়মিত কম বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ জুলাই) দুপুর ১ টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দুপুর ১ টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে যত সময় লাগবে

এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ