Friday, November 22, 2024

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

আরও পড়ুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নং ঢালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। নিহতরা হলো- সোনিয়া বেগম (৩১), তার মেয়ে রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে লেবু বাগানে লেবু তুলতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে একে একে তিনজন ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুনঃ  ‘আরও ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না’

নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, সোনিয়া বাগানে লেবু ছিঁড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুই সন্তানও মারা যান। ভাগ্যক্রমে এ সময় তার দেড় বছরের এক ছেলে বেঁচে যায়।

বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গোবিন্দ চন্দ্র জানান, কবে তার ছিঁড়ে গেছে এটা জানা যায়নি। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বিষয়টি দুঃখজনক।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, সে ক্ষেত্রে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে কিনা তা আলোচনা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ