Friday, November 22, 2024

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫

আরও পড়ুন

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে ইসরাইলের দুই দফা বোমা হামলায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাতের সুলতানপাড়ায় নিহত চারজনের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই ক্যাম্পের আরেকটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটিতে ৫ রকেট হামলা

গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরাইলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে তাদের বিক্ষোভে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ