Friday, November 22, 2024

হাত-পা ও মুখে টেপ পেঁচানো আবস্থায় পানের বরাজে পড়ে ছিল শিশু আহসানের মরদেহ, অতঃপর…

আরও পড়ুন

বাগেরহাটে ৫ বছরের শিশুকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনার একদিন পর মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ। আর এ ঘটনায় শিশুটির দুই চাচাতো মামা মো. আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটি হত্যা করে তার মৃতদেহ গুম করার চেষ্টা করছিল ঘাতকেরা।

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে শুক্রবার (৫) এপ্রিল বিকেলে বাড়ির উঠানে খেলার সময় শিশু আহসান নিখোঁজ হয়। এরপর থেকে আধুনিক ডিভাইসের মাধ্যমে খুনিদের শনাক্ত করে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ভিডিও দেখে যুদ্ধবিমান বানালেন স্কুলছাত্র

সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু আহসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

তবে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বাড়ির উঠানে খেলার সময় শিশু আহসান নিখোঁজ হয়। শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। অবশেষে ১ দিন পর শিশুটির হত্যাকারি দুই চাচাতো মামাকে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

গ্রেপ্তারকৃত মো. আকবর শেখ (২৩) চট্রগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে নৈশ প্রহরী ও হিজবুল্লাহ শেখ (২৪) সেনাবাহিনীর বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে,১১ পদাতিক ডিভিশনে মসালচী (কুক) হিসেবে কর্মরত। এরা দু’জন ঈদের ছুটিতে বাড়ি এসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ