Thursday, November 21, 2024

দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট বেশি শক্তিশালী: জিএম কাদের

আরও পড়ুন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট বেশি শক্তিশালী। গুটিকয়েক কোম্পানি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে চলেছে। ফলে রমজানে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার কথা বললেও সেটি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

এসময় তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকার যাতে নিজ উদ্যাগে নিত্যপণ্য সরবরাহ করে এবং গুটি কয়েক বাদে বাকি যে ব্যবসায়ীরা আছে তাদের যেন আমদানি করার সুযোগ দেয়।

আরও পড়ুনঃ  ফের রাজপথে নামছে বিএনপি

সোমবার (১১ মার্চ) বিকালে রংপুরে চার দিনের সফরে এসে স্থানীয় সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় রওশন এরশাদের সম্মেলন নিয়ে জিএম কাদের বলেন, সরকার সেই সম্মেলনে পৃষ্ঠপোষকতা করেছে। বেআইনী পৃষ্ঠপোষকতা দূর করা না গেলে স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্থ হবে। আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলেও জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, সংসদের সমাপনী ভাষণে তিনি বলেছেন, নির্বাচন আইনগতভাবে হয়েছে, তবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়নি। সেইসঙ্গে নির্বাচনে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন হয়নি। নির্বাচনটা ফ্রি স্টাইলে হয়েছে। তিন ধরনের নির্বাচন হয়েছে। কোথাও পূর্ব নির্ধারিত ছিল, আবার কোথাও সরকারের ইচ্ছের প্রতিফলনে হয়েছে।

আরও পড়ুনঃ  বিদেশিদের দাসত্ব করে বিএনপি: কাদের

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ