Friday, November 22, 2024

আন্দোলনে নিহতদের তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন সারজিস

আরও পড়ুন

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এর আগে ও পরে এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্তে নিহত হয়েছেন, এমন ব্যক্তিদের তালিকা করার উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এই আন্দোলনে নিহত যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন সবাই তালিকাভুক্ত হবে। আজ রবিবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, শহীদ ভাইদের লিস্ট করছি আমরা। কেউ যেন বাদ না যায় তাই বারবার লিস্ট রিচেক করা হচ্ছে। আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে। তিনি যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন ৷ তথ্য অবশ্যই আন্দোলনকারী হতে হবে।

শহিদ ভাইদের লিস্ট করছি আমরা ৷ কেউ যেন বাদ না যায় তাই বারবার লিস্ট রিচেক করা হচ্ছে ৷ আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল…

Posted by Sarjis Alam on Sunday 18 August 2024

তিনি আরও লেখেন, পুরো বাংলাদেশে আপনাদের পরিচিত এমন যে কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট (স্ট্যাটাসের) সেকশনে তার তথ্য উল্লেখ করুন। আমার কোনো শহীদ ভাইবোন যেন বাদ না পড়েন। নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নাম্বার), জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নাম্বার।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় যা বলছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ সংবাদ