Friday, November 22, 2024

কোটা আন্দোলন থেকে সরে দাঁড়ালেন নিজেকে সমন্বয়ক দাবি করা বায়েজিদ

আরও পড়ুন

চলমান কোটা সংস্কার আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন নূর মোহাম্মদ বায়েজিদ নামে একজন নিজেকে সমন্বয়ক। তবে তিনি নিজেকে সমন্বয়ক দাবি করলেও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে তার নাম দেখা যায়নি।

বায়েজিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

আন্দোলন থেকে সরে আসা এই শিক্ষার্থীর দাবি, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনের দিকে যাচ্ছেন। যার ফলে তিনি এ আন্দোলন থেকে সরে দাঁড়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, সমন্বয়ক কমিটির কিছু বন্ধুরাসহ, শাবিপ্রবিতে আন্দোলনের সঙ্গে থাকা অনেক সহকর্মীদের কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে, তারা এই আন্দোলনে এসেও তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা বজায় রেখে সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে যাচ্ছে। যা, এই আন্দোলনের মূল মোটিভকে প্রশ্নবিদ্ধ করে। তাই, আমি সজ্ঞানে, চিন্তাভাবনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আমি আর এই আন্দোলনের সঙ্গে নেই।

আরও পড়ুনঃ  এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেনো : হাসান জাহাঙ্গীর

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই আন্দোলনের মোটিভ ছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যেখানে সবাই সবার রাজনৈতিক মতবাদকে সাইডে রেখেই আসবে।

আর সেটা হলে এই আন্দোলন কখনোই সরকারবিরোধী রূপ নিতো না। আর আমি সরকারবিরোধী আন্দোলনের সমর্থনকারী নই বলেই এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা সবাই ছাত্র, দেশে ধ্বংসযজ্ঞ চালানো আমাদের কাজ নয়, কিন্তু এখন আমাদের আন্দোলন সেই পথেই যাচ্ছে। তাই আমি সরে দাঁড়িয়েছি।

আরও পড়ুনঃ  এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশুটির নাম ‘মোহাম্মদ’

তিনি আরও বলেন, আমি আজও মনেপ্রাণে কোটা প্রথার সংস্কার হোক এবং সেটা যেনো সর্বোচ্চ ৫% হয় সেই মতবাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তবে মো. নাহিদ হাসান নামের এক শিক্ষার্থী তার এ বক্তব্যের জবাবে লিখেছেন, ‘পৃথিবীর সব আন্দোলনই সরকারের বিপক্ষে হয়েছে, সরকারের পক্ষে আন্দোলনের প্রয়োজন নেই। তবে কোটা আন্দোলন সরকার উৎখাতের আন্দোলন না, এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। শিক্ষার্থীরা সরকারের উপর চাপ সৃষ্টি করে তাদের অধিকার আদায় করতে চায়। যদি শিক্ষার্থীরা সরকার উৎখাতের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে আন্দোলন সফলতার মুখ দেখবে না’।

আরও পড়ুনঃ  মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁক দিয়ে পড়ে যুবকের মৃত্যু

নুরুল হক নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘অপপ্রচার চালানো বন্ধ করুন। শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের নামে চালিয়ে দেবেন না’।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ