Friday, November 22, 2024

রাসেল ভাইপার থেকে প্রাণ বাঁচাল পোষা বিড়াল

আরও পড়ুন

ভোলার দৌলতখানে ফের লোকালয়ে রাসেল ভাইপার আসায় ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। বৃহস্পতিবার (২৮ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বসতবাড়িতে একটি রাসেল ভাইপার মেরে ফেলার ঘটনা ঘটেছে।

সরেজমিন জানা যায়, উপজেলার ভবানীপুরের কালিয়া গ্রামের মোবারক আলী মুন্সিবাড়িতে রাত সাড়ে ১১টার দিকে নুর নবী চৌধুরীর ঘরে একটি রাসেল ভাইপার ঢোকার চেষ্টা করে। ঘরের পাশে থাকা ফুলের বাগান দিয়ে রাসেল ভাইপারটি ঘরে ঢোকার সময় ঘরের গৃহপালিত বিড়াল সাপটির পথ রোধ করলে এ সময় সাপ ও বিড়ালের মধ্যে তুমুল যুদ্ধ বাধে।

আরও পড়ুনঃ  খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় এমপির মরদেহ, হাড়হিম তথ্য

পরে ঘরের লোকজন সাপ ও বিড়ালের ফোঁস ফোঁস শব্দ টের পেয়ে চিৎকার করে। তাদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ঘরের বাইরে বাগানে সাপটিকে ঘিরে ফেলে পিটিয়ে মেরে ফেলতে সক্ষম হয়।

এলাকায় রাসেল ভাইপার ঢুকেছে- এমন সংবাদ ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়। পরে মেরে ফেলা রাসেল ভাইপার সাপটিকে এলাকাবাসী মেঘনায় ভাসিয়ে দেয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ