Friday, November 22, 2024

তরুণীর রিলস বানানোর সময় বজ্রপাত, অতঃপত…

আরও পড়ুন

বৃষ্টিবিলাস অনেকের জন্য আনন্দের। তেমন বৃষ্টি হলে হলে জানালা দিয়ে হাত বাড়ানো বা ছাদে গিয়ে ভেজা অনেকেটাই স্বাভাবিক ঘটনা। তবে এবার ক্যামেরায় ধরা পড়েছে লোমহর্ষক ঘটনা। বৃষ্টিতে ছাদে ভিজে রিলস বানাতে গিয়ে কোনোরকমে প্রাণে বেঁচেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বিলাসের জন্য ছাদে ভিজে রিলস ভিডিও বানাচ্ছিলেন এক তরুণী। ঠিক তখনই তার খুব কাছাকাছি ভয়াবহ বজ্রপাত ঘটে। তবে কোনোরকমে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি।

আরও পড়ুনঃ  আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাংকটি, বাঁচতে পারেননি কেউ

ওই তরুণীর ছাদে ভেজার ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সীতামারহির এলাকায়।

ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির ছাদে ভিজছেন আর অনন্দে নাচছেন সানিয়া নামের এক তরুণী। এ সময় তার কাছেই বিপজ্জনকভাবে বজ্রপাত হয়। যখন তিনি ছাদে ভিজছিলেন তখন দেবনারায়ণ ভগত নামের তাদের এক প্রতিবেশীর ছাদে বজ্রপাত আছড়ে পড়ে। এ সময় তিনি দৌড়ে পালিয়ে বিপদ থেকে রক্ষা পান।

প্রতিবেদেন বলা হয়েছে, ওই তরুণীর বজ্রপাত থেকে প্রাণে বাঁচার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর এটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুনঃ  গুলিবিদ্ধ হয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রতিকূল আবহাওয়ায় বজ্রপাত থেকে বাঁচতে আবহাওয়াবিদদের বেশিকিছু পরামর্শ রয়েছে। এগুলো হলো বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকা যাবে না। এ সময় খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকা যেতে পারে।

এছাড়া এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুনঃ  ২ বার রমজান ও ৩টি ঈদ হবে যে বছর

বজ্রপাতে কেউ আহত হলে তাকে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ