Friday, November 22, 2024

ভারতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ

আরও পড়ুন

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে বুধবার। আজ শুক্রবার (২৬ এপ্রিল) হবে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোটাভুটি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এ দফায় নির্বাচন হবে ১৩ রাজ্যের ৮৯টি আসনে। দ্বিতীয় ধাপে কেরালার ২০টি আসনে হবে নির্বাচন। এছাড়াও, কর্ণাটকের ১৪টি ও রাজস্থানের ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাভুটি হবে পশ্চিমবঙ্গের তিনটি আসনেও।

বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াই হচ্ছে এ দফায়। কেরালার একটি আসন থেকে দ্বিতীয় দফায় লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শশী থারুর। এছাড়াও, বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনে আজ ভোট হচ্ছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের অস্ত্রে গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, শঙ্কা মার্কিন কর্মকর্তার

এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হবে ৫৪৩ আসনে। আগামী ৪ জুন দেশটির লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগে, গত শুক্রবার (১৯ এপ্রিল) ১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ