Friday, November 22, 2024

৪৯ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়

আরও পড়ুন

৪৯ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। মঙ্গলবার (৯ এপ্রিল) ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ মালিপাথর জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী আহমাদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। উপজেলায় এ ধরনের ঘটনা এবারই প্রথম।

ইমামের বিদায় ঘিরে আয়োজকরা একটি ঘোড়ার গাড়িকে হরেক রকমের ফুল দিয়ে সুসজ্জিত করেন। পরে মুসল্লিরা ইমাম মৌলভী আহমাদুর রহমানকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শেষে তাকে ফুলেল সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল বহর নিয়ে মালিপাথর, শালধর বাজার, ধনীকুন্ডা, রাজষপুর, মনতলা, গাবতলা ও নিলক্ষী গ্রাম ঘুরিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

আরও পড়ুনঃ  ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

জানা গেছে, দীর্ঘ ৪৯ বছর এ মসজিদের ইমামতি করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন প্রবীণ এই ইমাম। দায়িত্বকালীন মানুষের বিপদ-আপদে সবসময় পাশে ছিলেন মৌলভী আহমাদুর রহমান। বার্ধক্যজনিত সমস্যা ও অসুস্থতার কারণে তিনি নিজেই মসজিদ কমিটির কাছে অবসর চান। এজন্য এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে দিয়েছেন রাজকীয় বিদায়।

এ ব্যাপারে ইমাম মৌলভী আহমাদুর রহমানের ছেলে আবদুল মোতালেব বলেন, মানুষ আমার বাবাকে শ্রদ্ধা ও সম্মান করে। গ্রামবাসী ও মসজিদ কমিটি বাবাকে রাজকীয় বিদায় দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ