আসন্ন ঈদুল ফিতরের সময়ে যানজট ও যাত্রীদের ভোগান্তি নিরসনে কিছুদিন সেতুগুলোতে টোল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঈদযাত্রায় সেতুগুলোতে গাড়ি থামিয়ে টোল আদায়ের কারণে ভয়াবহ যানজট দেখা যায়। ঈদকে কেন্দ্র করে কিছুদিন এই টোল বন্ধ রাখলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’য় তিনি এ কথা বলেন।
আপনার মতামত লিখুনঃ