Friday, November 22, 2024

নদীবন্দরে সতর্ক সংকেত; ঝড়-বৃষ্টির শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টিও

আরও পড়ুন

রাজধানীসহ দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দেশের কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় কিছু এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই অবস্থা হতে পারে বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। এছাড়া, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাসে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষক বলেছিলেন ‘নট ফিট ফর ঢাবি’, সেই অথৈ সি ইউনিটে প্রথম

অন্যদিকে, রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, কক্রবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাই, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ