মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দাবি করেছে যে, তারা বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় মংডু শহর দখল করেছে। এর ফলে গোষ্ঠীটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ২৭১ কিলোমিটার দীর্ঘ অংশের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
আজ (১০ ডিসেম্বর) বুধবার একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা সোমবার রাতে এক বার্তায় জানান, তারা মংডু শহরের সব সেনা ঘাঁটি দখল করেছে এবং সেখানে সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন।
তবে, মংডু শহরের পরিস্থিতি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ সেখানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রয়েছে। মংডু, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডালয় থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত, যা গত জুন মাস থেকে আরাকান আর্মির আক্রমণের লক্ষ্য ছিল।
এটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল পুরোপুরি দখলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মির শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ বছরের শুরুতে গোষ্ঠীটি বাংলাদেশ সীমান্তবর্তী পালেতুয়া এবং বুতিদাউং শহর দুটি দখল করেছিল।