নগরীর লোকনাথ স্কুলের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী আকিফ-ই-রাব্বি (১৯) কে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আকিফ নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা এবং গোলাম নবীর ছেলে।
আটকের সময় রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন দাবি করেন, আকিফ-ই-রাব্বি ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। আকিফের মোবাইল ফোন থেকে উদ্ধার করা ভিডিও ও ছবি প্রদর্শন করে তিনি অভিযোগ করেন, হামলায় আকিফের সঙ্গে ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেল।
ছাত্রদল নেতা লিমন বলেন, “এই আকিফ মেহেদী হাসান রনির নেতৃত্বে ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলায় অংশ নেয়। তার এসব কর্মকাণ্ডের যথেষ্ট প্রমাণ রয়েছে।”
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, “আকিফ-ই-রাব্বিকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।”