Thursday, November 21, 2024

পোস্ট দিলেই কল চলে আসতো, ‘ডিলিট করেন, সমস্যা হবে’: শবনম ফারিয়া

আরও পড়ুন

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি সামাজিক নানা ইস্যুতে সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফলে তার ফেসবুক ওয়ালে এসব বিষয়ে প্রায়ই পোস্ট দেখা যায়। নিজের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়েও তিনি পোস্ট দিয়ে থাকেন।

ফেসবুকে শবনম ফারিয়ার সক্রিয়তাকে পুঁজি করেছে কে বা কারা। তার নামে ‘স্বৈরাচার’, ‘স্বাধীনতা’ ও ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে লেখা দীর্ঘ একটি পোস্ট করেছেন।

এতে বেশ চটেছেন তিনি।
বলেছেন, যদি এমন কোনো স্টেটমেন্ট দেন, তাহলে সেটি রাখার সাহস তিনি রাখেন।

বুধবার (১৩ নভেম্বর) সাত সকালে শবনম ফারিয়া তার ফেসবুকের ওয়ালে একটি পোস্ট দেন। তাতে জুড়ে দেওয়া আছে পাশাপাশি দুটি ছবি। একটিতে বিশাল লেখা, অপরটিতে নিজের ফেসবুক আইডি। ক্যাপশনে তিনি লিখেছেন-

‘Attention Attention:
আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক!

আরও পড়ুনঃ  কোরআন স্ফটিকের মতো স্বচ্ছ, স্পষ্ট ও সুন্দর: উইল স্মিথ

এই পোস্ট সম্পূর্ণ এডিটেড । এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ।

আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!!!

আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না । আবার লিখসে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!

স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে “, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই।

শবনম ফারিয়া বরাবরই ঠোট কাটা স্বভাবের। যেকোনে ইস্যুতেই তিনি সোজাসাপ্টা কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন। গত রোববারও ফেসবুকে হতাশা নিয়ে একটি পোস্ট দেন তিনি।

আরও পড়ুনঃ  শাকিবের সিনেমা দেখে হাউমাউ করে কেঁদে, জ্ঞান হারিয়ে ফেললেন ভক্ত!

লেখেন- অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো- দেখিস! দেখতেছি। হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।

তার এ পোস্টকে ঘিরে আওয়ামী লীগ সমর্থকরা বিদ্রুপে মেতে ওঠে। তারপর আরও একটি পোস্ট দেন শবনম ফারিয়া। সেটিতে তিনি লেখেন- রাজনীতি বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না। কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তাঘাটে আর মারামারি করতে না পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙ্গুল দিয়ে মারামারি করে সেটা কমানোর চেষ্টা করছে!

আরও পড়ুনঃ  অবশেষে নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি-জয়

এরপর নিন্দুকদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ভাই, এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন। আপনারা যে শুধু খুনি/চোরদের দোষর না, মানসিকভাবেও কত নোংরা সেটা কমেন্টগুলো পড়ার পরেই বুঝা গেল।

ওই পোস্টে সবশেষ ফারিয়া বলেন, খারাপ সময়ে মানুষ আর ও ডাউন টু আর্থ হয়! আর আপনারা দল বেঁধে আরও এরোগ্যান্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা! মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না!

২০১৮ সালে ছোট পর্দা পেরিয়ে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ