আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে “তাওহিদি ছাত্র জনতা” এর ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে গেছে।
সোমবার (১১ নভেম্বর) এই সভা থেকে ৫ জনকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন– শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী তাওহিদি ছাত্র-জনতা চট্টগ্রামের আহ্বায়ক এবং অন্যরা সদস্য বলে দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সভার শুরুতে ৮-১০ জন প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। এরপর তাদের সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল– ‘‘পতিত আওয়ামী পাপেট সরকারের দালাল, স্বৈরাচারী সরকারের দোসর ফারুকী ও বশিরকে উপদেষ্টা বানানোয় প্রতিবাদ সভা’’।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।