Thursday, November 21, 2024

বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা, আটক ৫

আরও পড়ুন

আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে “তাওহিদি ছাত্র জনতা” এর ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে গেছে।

সোমবার (১১ নভেম্বর) এই সভা থেকে ৫ জনকে আটক করে পুলিশ।

আটককৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন– শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী তাওহিদি ছাত্র-জনতা চট্টগ্রামের আহ্বায়ক এবং অন্যরা সদস্য বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীসহ ছাত্রলীগের ওপর হামলার তীব্র নিন্দা ওবায়দুল কাদেরের

স্থানীয় সূত্রে জানা যায়, সভার শুরুতে ৮-১০ জন প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। এরপর তাদের সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল– ‘‘পতিত আওয়ামী পাপেট সরকারের দালাল, স্বৈরাচারী সরকারের দোসর ফারুকী ও বশিরকে উপদেষ্টা বানানোয় প্রতিবাদ সভা’’।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ