Friday, November 22, 2024

ভিডিও দেখিয়ে হত্যার বর্ণনা দিচ্ছিল পুলিশ, মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করি। মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার। আর বাকিডি যায় না স্যার। এইডা হইলো স্যার সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় স্যার।’

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালকে মোবাইলে ভিডিও দেখিয়ে এভাবে যাত্রাবাড়ী এলাকায় হত্যাযজ্ঞের বর্ণনা দিচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের তৎকালীণ উপপুলিশ কমিশনার ইকবাল হোসাইন।

কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহারে গুলি চালায় পুলিশ, বিজিবি ও সরকারদলীয় ক্যাডাররা। কিন্তু এত গুলির পরও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা। কোনোভাবে আন্দোলনকারীদের সরাতে না পারায় কর্মকর্তাদের ভিডিও দেখিয়ে এই কর্মকর্তার হতাশা প্রকাশের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ  শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে: তাজউদ্দীনের বড় মেয়ে

ভিডিওতে দেখা যায়, মোবাইলে একটি ভিডিও দেখিয়ে ওয়ারি বিভাগের এডিসি ইকবাল হোসাইন ছাত্রদের সরাতে না পারার আক্ষেপ করছিলেন। এ সময় গোল হয়ে মনোযোগ দিয়ে সেই ভিডিও দেখছিলেন, তৎকালীণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

এ ঘটনায় জড়িত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি মঙ্গলবার ইকবাল হোসাইনকেও খুলনা রেঞ্চের ডিআইজির কার্যালয়ে ওএসডি করা হয়েছে। কিন্তু এখনো স্বপদে বহাল আছেন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ