Friday, November 22, 2024

চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক (ভিডিও)

আরও পড়ুন

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পিস্তল হাতে এক যুবককে দেখা যায়। জানা যায়, সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলিও ছুড়ছেন সেই যুবক।

মঙ্গলবার (১৬ জুলাই) চ্যানেল-24 এর কাছে আসা এক ভিডিওতে দেখা যায়, ধুসর রঙের পোলো-টিশার্ট পরা ব্যক্তিটি পিস্তল হাতে পাইচারি করছেন। এ সময় আশেপাশের মানুষকে শাসাতে দেখা যায় তাকে, আবার অন্য একজনের কাছ থেকে গুলি নিয়ে পিস্তলেও ভরতে দেখা যায়। তবে পিস্তল হাতে এই যুবক কে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা

এদিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন, ফারুক ও ওয়াসিম আকরাম (২৪)। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এর মধ্যে ফারুক পথচারী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। অপরজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ