রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। শনিবার (২০ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
যদিও হাতিরঝিল থানা পুলিশ বলছে, তাদের এলাকার মধ্যে এই মরদেহ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহটি ভাসতে দেখেন তারা।
ট্রিপল নাইনে কল দিলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এছাড়া ঘটনাস্থলে এসেছে বাড্ডা থানা পুলিশও। তবে, এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। দু’দিন আগেও হাতিরঝিলে এক যুবকের মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুনঃ
আজ কী বার্তা দেবেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ?
আজ শনিবার (২০ এপ্রিল) নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড পেজে এ ধরনের একটি পোস্ট করেন সাবেক এই পুলিশপ্রধান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় সুহৃদ বৃন্দ, আগামীকাল ২০ এপ্রিল, শনিবার সকাল ১১টা ৩০মিনিটে এই পেজে কিছু তথ্য শেয়ার করব ইনশাল্লাহ। ব্যস্ত না থাকলে আপনাকে/আপনাদেরকে পাবো প্রত্যাশা থাকছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রত্যেকের জন্য শুভ কামনা।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।