Friday, November 22, 2024

দেশে আনা হলো হাফেজ মাওলানা আবু ইউসুফের মরদেহ

আরও পড়ুন

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাওলানা আবু ইউসুফের মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্য ও কুরআনের আলো ফাউন্ডেশনের সহকর্মীসহ সংশ্লিষ্টরা।

হাফেজ মাওলানা আবু ইউসুফের জানাজা আজ রোববার বাদ জোহর রাজধানীর মহাখালীর বিএসটিআই জামে মসজিদে এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  দস্যুদের নির্দেশ ছাড়া ঘাড় ফেরাতে পারছেন না নাবিকরা

গতকাল শনিবার সকালে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই ইসলামী চিন্তাবিদ।

আরও পড়ুনঃ  চাঁদপুরে গভীর রাতে ‘জিনের তৈরি গায়েবি রাস্তা’

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক এই ইসলামী গবেষকের মৃত্যুতে গভীর শোক নেমে আসে স্বজন-প্রিয়জনদের মাঝে। শোক নেমে আসে তার অসংখ্য শিক্ষার্থী আর কুরআনের হেফজকারীদের মাঝে।

১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন এই গুণিজন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ